অনলাইন কুইজের লিংক https://quiz.digitalbangladesh.gov.bd/
গ্রুপ ক: ৮-১২ বছর
গ্রুপ খ: ১৩-১৮ বছর
গ্রুপ গ: ১৯-তদুর্ধ বছর
৩০ নভেম্বর ২০২১ থেকে ০৯ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (quiz.digitalbangladesh.gov.bd) নিবন্ধন করা যাবে।
তিনটি গ্রুপের প্রতিযোগিতা ১০ ডিসেম্বর ২০২১, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ২১ মিনিট অনুষ্ঠিত হবে।
তিনটি গ্রুপের (ক, খ, গ) ৭জন করে সর্বমোট ২১জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
বিজয়ীদের জন্য থাকবে অত্যাধুনিক ও আকর্ষণীয় ল্যাপটপ।
১ম পুরস্কার: ল্যাপটপ কোর আই ৭, ১০ জেনারেশন
২য় পুরস্কার: ল্যাপটপ কোর আই ৭, ৮ জেনারেশন
৩য় পুরস্কার: ল্যাপটপ কোর আই ৫, ১০ জেনারেশন
৪র্থ পুরস্কার: ল্যাপটপ কোর আই ৩, ১০ জেনারেশন
৫ম- ৭ম পুরস্কার: স্মার্ট ফোন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মুজিববর্ষ, ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, সকল ই-সেবা, ভিশন ২০২১, ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২০৭১, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অর্জনসহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস