Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত
বিস্তারিত

মেঘনাপারের জনগোষ্ঠীর বড় গর্বের জায়গাটি দখল করে আছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এখানকার নারীরা ইলিশ সংশিস্নষ্ট রান্নাতেও দারম্নণ তৎপর ও পারদর্শী। আবার পদ্মার ইলিশের শুধু দুই বাংলাতে নয়, এই সুদূর লন্ডন, নিউইয়র্কের বাজারেও বিরাট চাহিদা। এই পদ্মা নদীর মাঝিদের নিয়ে উপন্যাস লিখে খ্যাতি কুড়িয়েছেন কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়। নজরুলের একটি বিখ্যাত গান ‘পদ্মার ঢেউরে।’ জীবনে বহুবার পদ্মা পারাপার করেছি। চাঁদপুরের কাছে যেখানে পদ্মা আর মেঘনা একত্রিত হয়েছে, সেখানে দুই নদীর দুই রঙের জলধারা দেখে বিস্মিত হয়েছিল অনেকেই।