Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা ও সময়সূচি

যোগাযোগ ব্যবস্থা সময়সূচি

 

 

অফিসেরযোগাযোগেরঠিকানা: বাংলাদেশের  যেকোনজায়গাথেকেবাসযোগেচাঁদপুর সদর উপজেলার সামনে বললে বাস হেলপার নামিয়ে দিবে ।আবার চাঁদপুর বাসস্ট্র্যান্ডনেমে  রিক্সা অথবা অটো রিক্সা করে আসা যায়। উপজেলাপরিষদএসেইউপজেলাপ্রকৌশলীরকার্যালয়পাওয়াযাবেঅথবারেলগাড়ীদিয়েচাঁদপুর রেলস্ট্রেশননেমেসিএনজিঅথবা অটোরিক্সা ও রিক্সাদিয়েউপজেলা পরিষদে আসাযাবে।   

                    
সময় সূচিঃচাঁদপুর সদর উপজেলা যেকোন সময় যেকোন ধরনের যানবাহন করে আসা যায়। চাঁদপুর বাস ষ্ট্যান্ড থেকে আসতে মাত্র ৫ মিনিট লাগে।চাঁদপুর রেলস্টেশন থেকে আসতে ১০ মিনিট লাগে। লঞ্চঘাট থেকে আসতে সময় লাগে ২০-২৫ মিনিট। চাঁদপুর থেকে বাস যেকোন সময় পাওয়া যায়। লঞ্চ প্রতি ১ঘন্টা পরপর পাওয়া যায়। আর রেলগাড়ি মেঘনা প্রতিদিন চাঁদপুর থেকে ছেড়ে যায় ভোর ৫টা বাজে। আর আসে প্রতিদিন রাত ১০টায়। আর অন্যান্য যেমন সাগরিকা ট্র্রেন, ডেমো ছাড়ে চাঁদপুর থেকে সকাল ১১টায় আর প্রতি ২ঘন্টা পরপর আসে।