Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডিসির বাংলো
কিভাবে যাওয়া যায়

চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র শপথ চত্তর মোড় থেকে রিক্সা, অটোরিক্সা, বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। শপথ চত্তর থেকে এর দূরত্ব মাত্র ০.৫ কিলোমিটার।এবং ইলিশ চত্বর থেকে ১.৫ কিমি.

বিস্তারিত

        জেলা প্রশাসকের বাংলো       

       ডিসির বাংলো জুড়ে তরুল্ডে ভিড়
      তারই শাখে মগডালে পাখিল্ডে নীড়।
      প্রতিদিন সন্ধ্যায় কিচির-মিচির
      নীড়ে ফেরা পাখিল্ডে কলহ নিবিড়।
      নদী হতে নেয়ে উঠে পানকৌড়ি
      ডিসির বাগানে উড়ে যায় দৌড়ি।
      বকগুলো দল বেঁধে মাছের আহার
      খেয়ে গাছে মিলেমিশে রাত করে পার।
      নদী হতে ইলিশের খেয়ে ভুরিভোজ
      পাখিগুলো বিশ্রাম নেয় গাছে রোজ ।
      ভালোবেসে জড়াজড়ি গাছের শাখায়
      পাখির প্রেমের নীড়ে পথিক তাকায়।