প্রশাসনের সেবা ও তথ্য জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আধুনিক সংস্করণ ৩৩৩। যেকোনো মোবাইল অপারেটর থেকে ৩৩৩ এ কল করে জেনে নিন প্রয়োজনীয় তথ্য, লাভ করুন সরকারি সেবা। ৩৩৩ এর আওতাভুক্ত তথ্য ও সেবা সমূহঃ ৩৩৩ এ কল করে পেতে পারেন প্রয়োজনীয় সকল সরকারি সেবা ও সেবাসংশ্লিষ্ট তথ্য। ধরুন, আপনি জমির নামজারী সংক্রান্ত সমস্যায় পড়েছেন, ৩৩৩ এ কল করে আপনার উপজেলার এসি (ল্যান্ড) মহোদয়ের মোবাইল নম্বর নিয়ে তার সাথে কথা বলুন, জেনে নিন জমির মালিকানা সম্পর্কিত যাবতীয় তথ্য। আপনি আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যায়, ৩৩৩ এ ফোন করে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মোবাইল নম্বর নিয়ে তার সাথে কথা বলুন, অভিযোগ জানান, ব্যবস্থা নেয়া হবে অতি দ্রুত। আপনার এলাকায় বখাটের উৎপাত, নারী নির্যাতন, ভোক্তা অধিকার লঙ্ঘন, জরুরী স্বাস্থ্যসেবা, অগ্নি নির্বাপন, বিনা সংকোচে কল করুন ৩৩৩ এ, প্রতিকার পেয়ে যাবেন। তাছাড়া যদি আপনি দেশের বাইরে থেকে বাংলাদেশ সরকারের সহায়তা চান,আপনার মোবাইল থেকে০৯৬৬৬৭৮৯৩৩৩ এই নম্বরে কল সেবা নিন, নিরাপদে থাকুন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS